জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করতে রাত ৮টার পর থেকে বাংলাদেশ শ্রম আইন- ২০০৬ এর ১১৪ নং ধারা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট, শপিংমল, বিপনি-বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ থাকলে ও সোমবার ২৫ জুলাই রাত ৯ টার পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দোকানপাট, বিপনি-বিতান, কাঁচাবাজার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় পাটকেলঘাটা ও কুমিরা বাজারে অভিযান চালিয়ে নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ ৯টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পবিস এর এজিএম সদস্য সেবা আরিফুল ইসলাম।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পবিস এর এজিএম সদস্য সেবা আরিফুল ইসলাম,এবং পল্লী বিদ্যুতের সদস্যরা।
এসময় সাথে ছিলেন পাটকেলঘাটা থানার এস আই সোলাইমান কবির ও পুলিশ সদস্যরা।