বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং সরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহ সভাপতি এড শেখ আব্দুস সামাদ, শেখ মঞ্জুরুল ইসলাম, শাহীদুজ্জামান পাইলট, স্বজল নন্দী, আনোয়ার হোসেন,শাহ আলম টিটু, শেখ তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান মধু,সুমন, প্রমুখ। অপরদিকে পাটকেলঘাটা যুবলীগের অফিস কার্যালয়ে মাহবুব হোসেন মিন্টুর নেতৃত্ব ও পাটকেলঘাটা গোডাউন রোডে পাটকেলঘাটা থানা শ্রমিকলীগের পক্ষ থেকে আব্দুল্লাহ সরদারের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় । এছাড়া পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে।