সাতক্ষীরা খুলনা মহাসড়কে আমিরুননেসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০ই এপ্রিল বুধবার বেলা ১১টা৩০ মিনিটে খুলনাগামী যার নাম্বার ঢাকা মেট্রোব১৫১৫৯০যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন সাতক্ষীরা সদর থানার দহকুলা গ্রামের শেখ মুখউল্লাহ (৫৫) ইজিবাইকে থাকা নারীর নাম পরিচয় জানা যায়নি তাদেরকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার আব্দুর রহিম সাতক্ষীরা সদর হসপিটালে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল আল মাসুদ জানান অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চলায় পাটকেলঘাটার মির্জাপুর থেকে ৩০মাইল মোড় পর্যন্ত প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় এমন দুর্ঘটনা ঝরছে অসংখ্য তাজা প্রাণ অসহায় হয়ে পড়েছে বহু পরিবার।
স্থানীয় জনসাধারণের দাবি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ৩০মাইল থেকে মির্জাপুর পর্যন্ত স্প্রিড ব্রেকার বা ট্রাফিক দিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যেতে পারে সাধারণ জনগণ নির্বিঘ্নে হাইওয়ে পেরিয়ে বাজারে ঢোকার নিরাপদ করিডর তৈরি করা হোক বলে দাবি জানিয়েছেন।
চুকনগর হাইওয়ে থানার ইনচাজ মেহেদী হাসান জানান।
গাড়ী ইজিবাইক পুলিশ হেফাজতে রাখা হয়েছে মামলা আইনগত প্রক্রিয়াধীন চলছে।