বাহুবলের বাগদাইর টু পুটিজুরীর ৫ কিলোমিটার পাকা সড়কের বেহালদশা সৃষ্টি হয়েছে। খানাখন্দ আর গর্তে পথচারী ও যানবাহন চলছে ঝুঁকিপূর্ণভাবে। এলাকাবাসী জানান, উপজেলার বাগদাইর,স্নানঘাট, নোয়াঐ, মুদাহরপুর, স্বস্বিপুর,আশাতলা, গাংদার সহ ৭টি গ্রামের লোকজনের চলাচলের একমাত্র সড়ক। এছাড়া গাংদার ও স্নানঘাট নামে দুটি বাজার,স্নানঘাট ইউপি পরিষদ,স্কুল,মাদরাসা সহ একাধিক শিক্ষা বিভাগ ও উপস্বাস্থ্যকেন্দ্রে আসা-যাওয়া করতে হয়। উপজেলা সদর কিংবা দেশের যেকোনো প্রান্তে চলাচলের জন্য এ সড়কটিই ব্যবহার করতে হয়। জনসাধারণের পাশাপাশি যানবাহনও চলাচল করছে। খুবই জনবহুল ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ স্থানে বড়বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। ডাঃ জুবায়ের আহমেদ রিজু জানান, প্রতিদিনই পুটিজুরী সহ বিভিন্ন এলাকায় গিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু ভাংচুরা রাস্তাটিতে চলাচল করা খুবই বিপদজনক। আলমগীর মিয়া নামে এক সিএনজি চালক বলেন,স্নানঘাট থেকে পুটিজুরীতে পৌছতে সর্বোচ্চ ১০মিনিট সময় লাগার কথা থাকলেও ৩০মিনিটেরও বেশি সময় ব্যয় করতে হয়। সড়কটির সারা অংশে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনার আশংকায় সিএনজিতে যাত্রী উঠতে চাননি। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চালাতে হয়েছে। আব্দুল আহাদ জানান,ভেঙে যাওয়া সড়কটি সংস্কার না করে মাটি ও বালুর বস্তা দিয়ে চলাচলের সুবিদা করা হয়েছে। তিনি আরও বলেন, গাংদার ও স্নানঘাট বাজারের পাশে এবং বাগদাইর গ্রামে যাওয়ার রাস্তায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।