পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন নাসির নিজেই।
গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমা তাম্মির বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নাসির। তবে এর আগে গত ডিসেম্বরেই জানা যায়, বাবা হতে চলেছেন এ তারকা অলরাউন্ডার।
অবশেষে প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি পেলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসির ও তামিমা। এরপর থেকে এ বিয়ে নিয়ে নানান ঝামেলা পোহাতে হয়েছে এ দুজনকে। এমনকি বারবার যেতে হয়েছে আদালতেও। অবশেষে বৈবাহিক জীবনে সুখময় এক উপহার পেলেন তারা।