রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দেয়ার পর, সেই আহত প্রেমিক তার প্রেমিকাতে গলা টিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে যাত্রাবাড়ীর কোনাবাড়ী পারাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রেমিকাকে গলা টিপে হত্যার ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৩০) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি নারায়ণগঞ্জ বন্দর বাজিরবাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আহত জাহাঙ্গীর আলম এক সন্তানের জনক। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক। ধারণা করা হচ্ছে, তার সাথে পরকীয়া ছিলো একই কারখানার কর্মী শাহিনা আক্তারের।
ঘটনার সময় শাহীনা আক্তার (২৪) তার ব্যক্তিগত রুমে নিয়ে সুকৌশলে জাহাঙ্গীর আলমের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় আহত জাহাঙ্গীর শাহিনাকে গলা চেপে ধরলে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে।
বর্তমানে জাহাঙ্গীর ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণের জন্য জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক।