শনিবার (৩১-১২-২০২২) হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত এএসআই (সশস্ত্র)মোঃ আজগর আলী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে এএসআই (সশস্ত্র)/মোঃ আজগর আলী -কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোঃ আজগর আলী এর হাতে জেলা পুলিশের পক্ষ হতে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় বিদায়ী অতিথি এমন সুন্দর আয়োজনের জন্য পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায় বেলায় সহকর্মীদের আন্তরিকতায় আবেগ আপ্লূত হয়ে পড়েন বিদায়ী পুলিশ সদস্য। আনুষ্ঠানিকতা শেষে জেলা পুলিশের একটি সুসজ্জিত ডাবল কেবিন গাড়ী যোগে মোঃ আজগর আলী এর নিজ বাড়ীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দীকি,আরআই, পুলিশ লাইন্স, হবিগঞ্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ।