আজ দুপুরে বাংলা নববর্ষ উপলক্ষে প্রকাশিত দেয়ালিকা ‘নবোদয়’-এর উন্মোচন উপলক্ষে এক সভা বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি, খ-শাখার শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকাটি প্রস্তুত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক দুলন চন্দ্র দাশ ও দেয়ালিকা ‘নবোদয়’-এর সম্মাদক শিক্ষার্থী তামিমা কবির নাবিলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণির শ্রেণি শিক্ষক পংকজ কান্তি গোপ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন – ম্যানেজিং কমিটির সদস্য মোঃ পারুল মিয়া, সহকারী শিক্ষক স্বপন চন্দ্র পাল ও মাকসুদা আক্তার।
পরে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকা “নবোদয়” উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, ‘সৃজনশীল কাজ যতো বাড়বে ততোই শিক্ষার পরিবেশ সুন্দর হবে। তিনি দেয়ালিকা প্রকাশ ও শ্রেণিকক্ষ সজ্জিত করায় নবম শ্রেণির ছাত্রীদের ভুয়সী প্রশংসা করেন। তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সকল শিক্ষার্থীদের অনুরোধ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ‘এতো সুন্দর ও আদর্শ শ্রেণিকক্ষ খুব একটা দেখা যায় না। তিনি বলেন, ‘পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই শ্রেণিকক্ষটি সকলের জন্য একটি উদাহরণ হতে পারে।’
তিনি শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষকে এভাবে সুন্দর করতে পারলে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হবে। তিনি শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।