সাতক্ষীরার তালা থানা মুজিব বাহিনীর প্রধান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ প্রয়াত মোড়ল আব্দুস সালামের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে তালা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তরা। সভায় বক্তরা বলেন, ৭১’র অকুতোভয় বীর সেনানী মোড়ল আব্দুস সালাম ১৯৪৮ সালের ১লা এপ্রিল সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে সভ্রান্ত মুললিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম হাজী আবুল কাশেম মোড়ল, মাতা আশাফুন্নেছা বেগম। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সবার বড়। ছোট বেলায় তার বাবা-মা ও গ্রামবাসি আদর করে তাকে বাঁচা বলে ডাকতো। ছাত্রাবস্থায় তিনি ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে মক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সাতক্ষীরা জেলার তালা ও পাইকগাছা উপজেলার কপিলমুনি অঞ্চলে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন।তিনি ছিলেন সম্পুর্ণ নির্লোভ, খাঁটি বাঙালী এবং আদর্শ দেশপ্রেমিক, সদালাপী, বিনয়ী, যুক্তিবাদী ও বিজ্ঞান মনোস্ক। তিনি কখনও সুযোগ সন্ধানী ছিলেন না। মানবতাবাদী ও অসাম্প্রদায়িকতাই ছিল তার ধর্ম। সকলের প্রিয় মানুষটি গত ৫ জুলাই ২০১১ খ্রিঃ মঙ্গলবার না ফেরার দেশে চলে যান।
সংগঠনের সভাপতি মীর জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন,তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথির হিসাবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বক্কর, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, প্রায়ত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ভাই মোড়ল আব্দুস শুকুর, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, শাহিনুর রহমান প্রমুখ।