বগুড়ার শেরপুরে দেশীয় তৈরী চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ১২০ বোতল চোলাই মদ উদ্ধার হয়েছে। ওই মাদক ব্যবসায়ীর নাম মিনতি বাঁশফোড় (২৭)।
গত মঙ্গলবার (০২আগস্ট) রাতে শেরপুর শহরের হাজীপুর এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত মিনতি বাঁশফোড় শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার লিটন বাঁশফোড়ের স্ত্রী।
গত (৩ আগস্ট) বুধবার দুপুরের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
শেরপুর টাউন কলোনি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মিনতি বাঁশফোড় দেশীয় তৈরী চোলাই মদ বিক্রির পাশাপাশি নিজেও সেবন করেন।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শহরের হাজীপুর এলাকায় বোতলজাত করে দেশী চোলাই মদ বিক্রি করছিলেন- গোপনে এই সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
একপর্যায়ে মদ বিক্রিকালে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একশ’ বিশটি প্লাস্টিকের বোতলে ভর্তি ৫২ দশমিক আট লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।