বগুড়ার সোনাতলায় নিরাতুল জান্নাত লতা নামের ১৩ বছর বয়সী এক কিশোরীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। ২০’শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল অনুঃ ১১টার দিকে ঐ কিশোরী তার নিজ শয়ন ঘরের একটি বাশের তীরের সাথে গলায় ওরনা পেচিয়ে এ আত্নহত্যা করেছে। সে উপজেলার দিগদাড় ইউনিয়নের কোয়ালীপারা গ্রামের আব্দুল লতিফের মেয়ে।
পরিবারের লোকজন জানায় টিভির মনিটর কেনার তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি হলে সে অভিমান করে সবার অজান্তে নিজ ঘরে আত্নহত্যা করেছে।এদিকে এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেইসাথে শুক্রবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করা হবে বলে জানাযায়। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে এঘটনায় এলাকার অনেকের মনে নানা মন্তব্য লক্ষ করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, কোন কারন ছারাই কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে আত্নহত্যা করতে পারেনা। এমন মৃত্যুর ঘটনায় বেশিরভাগ পরিবারই কপালের লিখন বলে সত্য বিষয়কে ধামাচাপা দিয়ে থাকে এবং যা কোন এক কু-চক্রী সার্থনেশি মহলের খপ্পরে পরে এমনটি বলে থাকে। আর কাউকে কিছু বলতেও পারেনা। হতে পারে এটি তাদের অসহায়ত্তের কারন। কিন্তু পরবর্তিতে ঠিকই তারা অনুসুচনাবোধ করে। যখন আর কিছুই করার থাকেনা। ফলে সন্তান হারানোর এ যন্ত্রনা ঐ পরিবারের লোকজন বয়ে নিয়ে চলে সারাজিবন। তবে প্রেম ঘটিত কোন কারন থেকে মেয়েটি আত্নহত্যা করেছে বলে অনেকেই মন্তব্য করেন। তাই পরিবারের অভিযোগ না থাকলেও এধরনের মৃত্যুর আসল কারন উতঘাটন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।