বগুড়ার সোনাতলায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে থানার এসআই হাফিজ-১ ও এএসআই শিহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাতলা পৌরসভাস্থ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোজাফফর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাজা সহ আটক করে। সে আগুনিয়াতাইড় গ্রামের মৃত মফিজ উদ্দিন মোল্লার ছেলে। অপরদিকে দুপুরে সোনাতলা নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে মানিক নামের আরেকজন মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি হতে ৫ পিছ ইয়াবা সহ আটক করেছে। মানিক ঐ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত দুই জনের নামে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।