খুলনা বটিয়াঘাটা থানার ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রভাষ চন্দ্র সাহা এএসআই গোলাম রসুল কং লিংকন ঘোষ ও কং শরিফুল ইসলাম আজ ১৯ শে ডিসেম্বর দুপুর পৌনে দুইটার সময় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ভান্ডারকোর্ট পূর্বপাড়া নদীর পাড়ে রাস্তার উপর থেকে ৫০ গ্রাম গাজা সহ আটক করেন বাগেরহাট রামপাল উপজেলার দোয়ানেবেলায় গ্রামের ছাত্তার গাজীর ছেলে আজিজুল গাজী (৩৮)কে। ভান্ডারকোর্ট ক্যাম্প ইনচার্জ এস আই প্রভাষ চন্দ্র সাহা উপস্থিতি সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা করে বটিয়াঘাটা থানায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেছেন ।
প্রসঙ্গতঃ-বিজ্ঞ আদালতে যতদিন জামিনের আবেদন না করা হবে ততদিন থাকা খাওয়ার সুবিধা পাবেন আজিজুল গাজী ।