বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) খুলনা জেলা শাখার উদ্যোগে আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে সমিতির সাধারণ সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,সেমাই,চিনি, দুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বাপুস জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আলমগীর,সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন লাভলু সহ অন্যান নেতৃবৃন্দ খুলনা মহানগরী ও জেলার ৯টি উপজেলার সমিতির প্রায় ৩০০ শত সদস্যদের মাঝে এ সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোকলেচুর রহমান,সহ সভাপতি রতন কুমার নাথ ও নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র দে ও সোহেল আহম্মেদসহ অন্যান নেতৃবৃন্দ।