রস্তা ঘাটে পথ চলিত মানুষের হারিয়ে যাওয়া ও চুরি এবং ছিনতাই হয়ে যাওয়া প্রায়, ৫৫,টি, মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলেন আসল মালিকদের। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে হারিয়ে যাওয়া ফোন গুলো তুলে দেন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস।
এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এর ফলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হল। এবং পুলিশের সাথে আম আদমি র যে ভালো সম্পর্ক স্থাপন তৈরি করা একটি ভালো উদ্দোগ বলে মনে করেন সাধারণ মানুষ। এর আগে বারুইপুর জেলা পুলিশ ও ডায়মন্ডহারবার জেলা পুলিশ এবং সুন্দর বন জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সাধারণ মানুষের কাছে দিয়ে দেন। ।