হবিগঞ্জের বাহুবল উপজেলার উপর দিয়ে প্রবাহিত করাঙ্গী নদী খনন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন করাঙ্গী নদী খনন কাজে নিযুক্ত টিকাদার আব্দুল কাইয়ুম।
তিনি খনন কাজ শতভাগ সম্পন্নের নিশ্চয়তা আশাবাদ ব্যক্ত করে নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তিনি বলেন আমি সঠিক ভাবে খনন কাজ সম্পন্ন না করলে বিল পাস হবেনা। আমি হবিগঞ্জ অংশের কাজ যথারীতি শেষ করে বাহুবল অংশে কাজ চলমান অবস্থায় নানা প্রতিবন্ধকতার সমূখীন হই।নদীতে পানি রেখে খনন কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি সেচ যন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশনের সাথে সাথে উজানের
একটি বাঁধ ছেড়ে দেয়া ও রাবার ডামের পানি নদীতে চলে আসায় কাজে স্হবিরতা দেখা দেয়। এ সুযোগে স্হানীয় লোকজন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আমাকে হতাশ করছেন। কাজ চলমান অবস্থায় বা আমি কাজ সমাপ্ত না করা পর্যন্ত আমার কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলা সঠিক নয়। প্রতিনিয়ত খনন কাজ বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ডের এস,ও এবং নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজ তদারকি করছেন। সবার প্রতি আমার আকুল আবেদন আমাকে কাজ করার সুযোগ দিন এবং সার্বিক সহযোগিতা করুন।