স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণীর বালুকেখো চক্রের সহযোগীতায় ওই ছড়ায় ড্রেজার মেশিন বসানো হয়েছে। এদিকে, বালু উত্তোলনের কারনে বিশাল গর্তে পাহাড় ধ্বংস ও প্রকৃতি পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। জানা যায়, উপজেলার রিসোর্ট সেন্টার ও পুটিজুরী পুলিশ ফাঁড়ির সন্নিকটে অবস্থিত কালিছড়া। ছড়াটি পাহাড় এলাকার নির্জন স্থানে।
সাবেক মেম্বার আয়মন মিয়ার বাড়ির পাশে ওই ছড়ার দুপাশে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে, বালুকেখো চক্র। এতে সৃষ্টি হওয়া গভীর গর্তের মরন-ফাঁদে বন্য প্রাণীর প্রাণহানী ও বড় ধরনের দুর্ঘটনার আশংকা দিয়েছে। এমনকি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে।বালু উত্তলন নীতিমালা সুস্পষ্ট লঙ্ঘন, প্রশাসনের দ্রুত কটুর ব্যবস্থা গ্রহন অতিব জরুরী৷।