হবিগঞ্জের বাহুবলের বনশ্রী গোচ্ছগ্রামে নিরীহ পরিবারকে মারধর ও বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল, দুপুর ১২টার দিকে। জানা যায়, উপজেলার পুর্বরসুলপুর গ্রামের মৃত মুনছব আলীর পুত্র মোঃ শাহীন মিয়া রসুলপুর মৌজায় ১নং সরকারি খতিয়ানের বেশকিছু জায়গা সরকার হতে বন্দবস্ত নেন এবং তাহাতে দখলকার থেকে বসতঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। এমতাবস্থায়, একই গ্রামের মধু মিয়ার পুত্র সাইদুল ইসলাম,আব্দুল জলিল সহ তাদের লোকজন নিরীহ পরিবারের বন্দবস্ত নেয়া জমি দখলের পায়তারা চালান। একাধিক চেষ্টার পরও জায়গা দখলে ব্যর্থ হন তারা।
এরইমাঝে গত ২৪ এপ্রিল, দুপুরবেলা বাহুবল উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সরজমিন তদন্ত শেষে ফিরে আসলে আসার পরপরই সাইদুল ইসলাম ও তার লোকজন মিলে শাহিন মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় শাহিন মিয় গুনো মিয়া সোহেল মিয়া আজিজ মিয়াএকই পরিবারের ৪জন আহত হন। ওই সময় হামলাকারীরা শাহিন মিয়ার বসতঘর ভাঙচুর করে। ভাংচুরের কারনে নিরীহ পরিবারটি অন্যের বাড়িতে বসবাস করছেন বলে শাহিন মিয়া দাবী করেন। এ ব্যাপারে সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।