দীর্ঘদিন যাবত এলাকার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব বালু বিক্রি চলছে। এটি পুটিজুরী বাজারের সংলগ্ন এলাকায় অবস্থিত।
জানা যায়, গাংদার রোডে বিশাল এই বালুর স্তুপ। স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু ব্যবসা করছে। চক্রটি প্রশাসনের দোহাই দিয়ে এসব ব্যবসা দেদারছে চালানোর অভিযোগ তুলছেন স্থানীয় ভূক্তভোগীগণ। তঁবে ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা এলাকার দাপটে হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে চাননি। এদিকে, বাণিজ্যের সংবাদ প্রকাশ না করার স্বার্থে স্থানীয় ২ কথিত সংবাদকর্মীর মুখ বন্ধ রাখার কথাও প্রচার করা হয়েছে।