১৪ দিন অন্ধকারে থাকার পর বিদ্যুৎের আলো দেখলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার নিরীহ কালিগজিয়ার ত্রিপুরা জনগোষ্ঠীরা।
এতে এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যাজল নেমে এসেছে। আজ বিকেল ৫টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে বিদ্যুতের আলো জ্বালিয়ে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপক আফরোজা খান, অতিরিক্ত সচিব মোঃ ওয়াহিদুজ্জামান,
হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান,জয়িতা ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম,জয়িতা ফাউন্ডেশন এর পরিচালক-২ নিপুল কান্তি বালা,উপ সচিব- ১ মোঃ আরিফুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার মোঃ এনামুল হক,বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, পুটিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী,হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব ও পল্লী বিদ্যুতের এজিএম,বনবিট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে, জনদুর্ভোগের ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় বাহুবলের সিনিয়র সাংবাদিক আজিজুল হক সানুকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে।