বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ১ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার মিয়া উপজেলার শিমুলিয়াম গ্রামের আইয়ুব আলীর পুত্র।
ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাতাশি ইউনিয়নের তগলী নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাটি পাচারের কাজে জড়িত ট্রাক্টরটি জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়।