চলতি মাসের শেষদিকে উদ্বোধন হতে চলেছে হবিগঞ্জের বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন। ইতিমধ্যে, কাজটি শেষপ্রান্তে পৌঁছেছে বলে দাবী করেছেন সহকারী ঠিকাদার।
এছাড়া, বিল্ডিংয়ের কাজ ছাড়া অন্যান্য কাজ চালানো হয়েছে বলেও জানান। জানা যায়,গণপূর্ত বিভাগের আওতায় গত ২০১৮সালে উপজেলার বাহুবল কলেজ রোডে স্টেশনের কাজ শুরু করা হয়েছিল। শুরুতেই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। সরজমিন নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ওই স্টেশনের সাইড দেওয়াল ফসলী জমিতে হেলে পড়েছে এবং বড়বড় ফাটল সৃষ্টি দেখা দিয়েছে। আতাউর, জসিম,কামাল সহ আরও কথেক ব্যক্তি অভিযোগ করে বলেন,হেলে পরা দেওয়াল আর ফাটল রেখেই তড়িঘড়ি উদ্বোধনের প্রস্তুতি চালানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় বাসিন্দারা দাবী জানান।