হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে পাশে কৃষি জমিতে গড়ে উঠা কনিকা গ্রুপ এর অবৈধ গ্যাস লাইন স্হাপন কাজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। বিক্ষুব্ধ জমির মালিকগন গ্যাস লাইন স্হাপন কাজ বন্ধ করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার মহিষদুলং গ্রামের কাছে সড়ক ও জনপথ বিভাগের দেয়া সীমানা খুটির বাহিরে অবৈধ গ্যাস লাইন স্হাপন করতে গেলে শামীম সিদ্দিকী নামে এক ব্যক্তি বাধা প্রদান করেন। বাধার মুখে সড়ক ও জনপথ বিভাগের একজন সার্ভেয়ার এসে অবস্থা দেখে শামীম সিদ্দিকীকে আপাতত করার সুযোগ দেয়ার অনুরোধ জানান। তিনি এ অনুরোধ প্রত্যাখান করে দেন। এ বিষয়ে শামীম সিদ্দিকীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান এটা কি মগের মুল্লুক আমাকে ক্ষতিপূরণ না দিয়ে আমার জমির উপর দিয়ে লাইন স্হাপন করবে। কোন দিন তা সম্ভব নয়। অনুসন্ধানে জানা গেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যে শর্ত আরোপ করে অস্থায়ী গ্যাস লাইন স্হাপনের অনুমতি দেয়া হয়েছে তা অনুসরণ করা হচ্ছে না। সচেতন মহল মনে করছেন কাজ শুরুর আগে স্হান চিহ্নিত না করে লোকচুরির মাধ্যমে কাজ শুরু করার অপচেষ্টার কারণে এখন বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে।