হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার স্বস্তিপুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। জানা যায়,উপজেলার উত্তর স্নানঘাট গ্রামের ফুরুক মিয়ার কন্যা লতিফা আক্তার পবলীকে একই উপজেলার স্বস্তিপুর গ্রামের ফুল মিয়ার পুত্র কাওছার মিয়ার সাথে গত ২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন ভালই কাটছল। এমতাবস্থায়, পবলীকে যৌতুকের জন্য চাপ দেয় তার স্বামী। এতে পবলী স্বামীর দাবী পুরণ করতে না পারায় স্বামী কর্তৃক স্ত্রী পবলী শারীরিক ও মানষিক নির্যাতনের শিকার হন। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক বসলেও কোন কাজে আসেনি।
একপর্যায়ে,আজ ৪মে পবিত্র ঈদুল ফিতরের পরদিন সকাল সাড়ে ৯টার দিকে কাওছার মিয়ার ঘরের তীরের সাথে গলায় উড়না পেছিয়ে স্ত্রীকে হত্যা করে এলাকায় আত্বহত্যা করেছে বলে প্রচার করা হয়। এদিকে,স্থানীয় লোকজন ও নিহতের ভাই রকিবের দাবী তাঁকে যৌতুকের দাবী মেটাতে না পারায় গলায় উড়না পেছিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে, এস আই মোঃ অলিউল্লাহ বলেন,মৃত্যু মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।