হবিগঞ্জ কওমী মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় বাহুবল জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা অনন্য সাফল্য অর্জন করেছেন।
ছফফে ছামিন (ছাফেলা ৪র্থ বর্ষ) মুমতাজ ১ জন, জাঃজিদ্দান ১ জন, জায়্যিদ ১ জন, মকবুল ৩ জন।পাশের হার শতভাগ। ছফফে ছাদিছ (ছাফেলা ২য় বর্ষ) মমতাজ ৩ জন, জায়্যিদ জিদ্দান ৫ জন, জায়্যিদ ৭ জন, মকবুল ৪ জন, রাসিব ৪ জন। পাশের হার ৮২.০৫।
এ অনন্য সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে এ প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক জানান প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য রয়েছে। বিখ্যাত আলেমে দ্বীন ফখরে বাঙ্গাল মাওঃ তাজুল ইসলাম এ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এ বছর শিক্ষার্থীদের সাফল্যে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করি।