তালা উপজেলার পাটকেলঘাটা থানা ও তালা থানার এই দুই থানার অফিসার ইনচার্জের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তালা উপজেলা নবাগত কমিটি।
বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তালা উপজেলার নবাগত কমিটির তালা থানা ও পাটকেলঘাটা থানায় গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন – বিএমএসএস এর তালা উপজেলা কমিটির উপদেষ্টা-শামীম খান,
সভাপতি-নব কুমার দে (দৈনিক সাতনদী), সিনিয়র সহ-সভাপতি- অর্জুন রায় (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সহ-সভাপতি-শাহীন বিশ্বাস (দৈনিক কালের চিত্র), সাধারণ সম্পাদক-অমিত পাল (দৈনিক মানবাধিকার সংবাদ),
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মিজানুর রহমান (দৈনিক কল্যান), যুগ্ম সাধারণ সম্পাদক- জি এম শফিউর রহমান ডানলাপ (দৈনিক সাতক্ষীরা সংবাদ), সাংগঠনিক সম্পাদক – মো: কুদ্দুস পাড় (দৈনিক স্বদেশ বিচিত্র), দপ্তর সম্পাদক -রকিবুল ইসলাম (দৈনিক নতুন দিন), প্রচার সম্পাদক -মিটুন (দৈনিক আজকের সাতক্ষীরা), উপ-প্রচার সম্পাদক-রিপন (দৈনিক অনির্বাণ), কোষাধ্যক্ষ -ইব্রাহিম (জবস টেলিভিশন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- ইলিয়াস হোসেন (দৈনিক মানবাধিকার সংবাদ), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক – জমির উদ্দিন মোল্লা (সময়ের সংলাপ), প্রকাশনা সম্পাদক- নাজমুল ইসলাম (আজকের সারাদেশ)।
নির্বাহী সদস্যবৃন্দ:-
হযরত আলী (দৈনিক অপরাধ কন্ঠ),
আকাশ – (দৈনিক সোনালী সময়), ইকরামুল ইসলাম (দৈনিক জয়বার্তা), মো: রায়হান- সকালের বার্তা প্রমুখ।
তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম বলেন- এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মুলসহ বিভিন্ন ব্যাপারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।