1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটের কারণে বাংলাদেশে লোডশেডিং বাড়ছে - দৈনিক মানবাধিকার সংবাদ
২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ| ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৩১|
শিরোনামঃ
বিএমএসএস’র বাগেরহাট জেলা কমিটি ঘোষণা : বাবু- সভাপতি ও নয়ন- সাধারণ সম্পাদক সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত সাতক্ষীরায় হাসপাতালে আনার পর মারা গেলেন হাজতি, পরিবারের দাবি অস্বাভাবিক মৃত্যু সাংবাদিকতায় ও সংগঠনে বিশেষ অবদানে সম্মাননা ক্রেস্ট পেলেন সাংবাদিক শামিম খান কাছাকাছি চাঁদ-শুক্র, পাশাপাশি আসছে বুধ-বৃহস্পতি-ইউরেনাস-মঙ্গলও তালায় কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠান সাতক্ষীরার শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাগেরহাট মোংলায় হরিণের মাংস সহ আটক-২ তালায় নিজ মাকে ধর্ষণের অপরাধে ছেলে আটক

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটের কারণে বাংলাদেশে লোডশেডিং বাড়ছে

নিউজ ডেস্কঃ
  • Update Time : সোমবার, জুলাই ৪, ২০২২,
  • 387 Time View

বাংলাদেশে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। গ্যাসের ঘাটতির কারণে, উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বিদ্যুৎ উৎপাদন। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী, রবিবার (৩ জুলাই) সারাদেশে ১৫০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যদিও ১২৭৩ মেগাওয়াট বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পূর্বাভাস ছিল।

বিপিডিবির একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “স্পষ্টতই কর্তৃপক্ষকে প্রাক্কলিত পরিমাণের চেয়ে বেশি লোডশেডিং করতে হচ্ছে।’

সরকারি তথ্য অনুযায়ী রবিবার সন্ধ্যায়, ১৩ হাজার ৬১৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে ১২ হাজার ১১৫ মেগাওয়াট। অর্থাৎ, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা এবং সরবরাহের মধ্যে ব্যবধান ছিল ১৫০০ মেগাওয়াট।

বিপিডিবি’র এই কর্মকর্তা বলেন, “এই ব্যবধান লোডশেডিং-এর মাধ্যমে পূরণ করা হচ্ছে।”

বাংলাদেশে সাধারণত বিদ্যুৎ উৎপাদন ১৩০০ থেকে ১৪০০ মেগাওয়াটের মধ্যে ওঠা-নামা করে। চলতি বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ উৎপাদন রেকর্ড করা হয়েছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

বিপিডিবির তথ্য অনুযায়ী; ১৫০০ মেগাওয়াট ঘাটতির মধ্যে, ঢাকা অঞ্চলে ৪০০ মেগাওয়াট, চট্টগ্রামে ২০০ মেগাওয়াট, খুলনায় ২২০ মেগাওয়াট, রাজশাহীতে ২২০ মেগাওয়াট, কুমিল্লায় ১৪০ মেগাওয়াট, ময়মনসিংহে ১২০ মেগাওয়াট, সিলেটে ৫০ মেগাওয়াট এবং রংপুরে ১৫০ মেগাওয়াট ঘাটতি ছিল।

অনেক জ্বালানি বিশেষজ্ঞ বিপিডিবি’র পরিসংখ্যানের সঙ্গে একমত নন। লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মাত্রা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি বলে মনে করেন তারা।

জ্বালানি বিশেষজ্ঞ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম শামসুল আলম বলেন, “বিপিডিবি কখনই তার পাওয়ার সাপ্লাই পরিস্থিতির প্রকৃত চিত্র প্রকাশ করে না।”

রাজধানী ঢাকাসহ সারাদেশের অনেক গ্রাহকই লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছেন।

রাজধানী ঢাকার উত্তরা এলাকার ভোক্তা হাবিবুর রহমান জানান, “প্রতিদিন তিন থেকে চার বার লোডশেডিং হয়। প্রতিবারই আধা ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে।”

একই ধরনের অভিজ্ঞতা রাজধানীর মালিবাগ, মৌচাক, নাখালপাড়া, শান্তিনগর, মগবাজার, নিকেতন, গুলশান, মোহাম্মদপুর, মিরপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ী ও বাড্ডাসহ অন্যান্য এলাকার গ্রাহকদের। তারা বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের লোডশেডিং ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের মাত্রা বেড়েছে।”

বিপিডিবি কর্মকর্তারা গ্যাস সরবরাহের ঘাটতির জন্য বিদ্যুৎ উৎপাদন হ্রাসকে দায়ী করেছেন। তারা জানান, “বিপিডিবি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের ঘাটতির কারণে ৩৬৫০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।”

সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে সংকটের কথা স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহের উন্নতি হলে, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে।”

নসরুল হামিদ দাবি করেন, “যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, অন্যান্য দেশের মতো আমাদেরও সমস্যায় ফেলেছে।এমন পরিস্থিতিতে আমি সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।”

রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি না করার সরকারি সিদ্ধান্তের কারণে, গ্যাসের নিয়মিত সরবরাহ কমে গেছে।

বিশ্ব বাজারে প্রতি এমএমবিটিইউ এলএনজি ৩৫ ডলারের বেশি বিক্রি হচ্ছে। কয়েক মাস আগে তা ছিল ২৫ ডলারের নিচে। ফলস্বরূপ, স্থানীয় গ্যাস সরবরাহ, ৩৫০০ মিলিয়ন ঘনফুট থেকে প্রতিদিন দুই হাজার ৮২২ মিলিয়ন ঘনফুট কমে গেছে। যার ফলে প্রায় ৭০০ মিলিয়ন ঘনফুট এর ঘাটতি সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২