বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় অমর একুশের প্রথম প্রহর অতিবাহিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি।
রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. এুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবীর।
এরপর একে একে জেলা বিচার বিভাগ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজররুল ইসলামের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা যুবলীগ নেতা এ্যাড. তামিম আহমেদ সোহাগের নেতৃত্বে, অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে জেলা বিএনপি, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, জেলা জাসদ, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাতীয় পার্টি, জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উদীচী, আপডেট বার্তা, মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস, দৈনিক পত্রদূত, বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা শিল্পকলা একাডেমি, সম্মিলিক সাংস্কৃতিক জোটসহ দুই শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এর আগে রাত ১১টা থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে র্যালি নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ জনতার উপস্থিতি। এরপর ১২টা ১ মিনিটে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পালা। সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি প্রদান করেন উপস্থিত সকলেই।