আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১শ’ ৬১তম জন্মবার্ষিকী। মহামারির বাধা পেরিয়ে দুই বছর পর আবারও দেশে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে। কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি ও কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।
১৮৬১ সালের পঁচিশে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম হয়েছিল বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের। সৃজনশীল কর্মকাণ্ডে যিনি আলো ছড়িয়েছেন বিশ্বজুড়ে। বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন তাই বাঙালির কাছে বিশেষ কিছু। করোনাভাইরাসের কারণে গত দুই বছর রবীন্দ্র জন্ম জয়ন্তীর অনুষ্ঠান থমকে গিয়েছিল। এবার তাই দিনটি ঘিরে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।
দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের মিলনমেলায় ফিরে আসছে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম। এবারের আয়োজনে পরিবেশনা থাকছে ভারতের শিল্পীদেরও।