ভারত থেকে বিস্ফোরক নিয়ে বেনাপোল বন্দরে আসা ট্রাকের হেলপার লিনগালা নারসিমহোলার (৪৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় এ ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আসা ট্রাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ট্রাকের ড্রাইভার গুরুগু পোচায়াকে হেফাজতে নিয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপার এদিন সকাল সাড়ে সাতটায় অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ ৩১ নম্বর সেডে ট্রাকের ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে।
ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কাস্টমস কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে এএসপি জুয়েল ইমরান বলেন, প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।