বেনাপোল স্থল বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় অন্তত ৭০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে ঘটনা শুরুর ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নাভারণ সার্কেল এ.এস.পি. জুয়েল ইমরান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দও কেন্দ্রিক দুই গ্রুপের বোমাবাজির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে।