বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী ২ টি সফল অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা ও হেরোইন সহ ০৩ (তিন) মাদক ব্যবসায়ী গ্রেফতার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম মহোদয় এর দিক-নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)মোঃ রোকানুজ্জামানা এর নেতৃত্বে এএসআই(নিঃ)সিকদার মাসুম পারভেজ সহ একটি চৌকস টিম অদ্য ১৩/০১/২০২২ খ্রিঃ ১৪.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ আবু তাহের (৪৫), পিতা-মৃত তারাচান মোড়ল,সাং-নারায়নপুর বিশ্বাসপাড়া,থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোর এর সেমি পাকা টিনের ঘরের পশ্চিম পাশে একচালার ঘর হতে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে এ সময় মাদকদ্রব্য তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম সরদার(৫০),পিতা-নুরু বক্স, গ্রাম-নারায়নপুর,থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোরকে গ্রেফতার করা হয়।
একই দিন ১৬.৩০ ঘটিকার বেনাপোল পোর্ট থানার একটি চৌকস টিম অত্র থানাধীন ভবেরবেড় গ্রামস্থ ধৃত আসামী শাহজামাল (৩৫) এর নিজ বাড়ির পশ্চিম পার্শের রুমের মধ্যে হতে উদ্ধারকৃত ৪ (চার) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করেছে।
এই সংক্রান্ত বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজ হয়েছে।