সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নের ৮৯ নং ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস ব্লক নির্মাণ কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) দুপুর ৩ টায় পাটকেলঘাটা থানার এ এস আই হান্নান কাজ বন্ধের নোটিশ প্রধান শিক্ষক এস এম জাকির হোসেনের কাছে প্রদান করে।
বিজ্ঞ আদালতে বাদী হয়ে মামলা করেন মোঃ শহিদুল ইসলাম (৪২),পিতা – আব্দুল সোবহান বিশ্বাস, গ্রাম- ভাগবাহ, উপজেলা- তালা, জেলা – সাতক্ষীরা। সরেজমিনে গিয়ে বাদীর কাছে প্রশ্ন করলে তিনি বলেন বিদ্যালয় এর নাম ভুক্ত ৬ শতক জমি আছে। কিন্তু বর্তমানে স্কুল ৩৩ শতক জমি দখল করে। এখানে ২৭ শতক জমি আমাদের নিজস্ব এবং বিদ্যালয়ে আমাদের জায়গায় ওয়াস ব্লক নির্মাণ করছে। কাজটি বন্ধ রাখার জন্য আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। মামলার নম্বর পি ১৯৮৪/২৩ পাটকেলঘাটা ধারা ১৪৫, ফৌজদারী কার্যবিধি। মৌজা কুমিরা, জেল নম্বর ৫৮, এস এ খতিয়ান নম্বর ২২৪,দাগ নম্বর ৪৯৭৭, বর্তমান বিয়ার এস খতিয়ান নম্বর ৪০৮, দাগ নম্বর ৪৯৯৬, জমির পরিমাণ ৬শতক। ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন বলেন গত ০১/১১/২০২০ সালে মো: শহিদুল বিশ্বাস (৪২),পিতা – মোঃ সোবহান বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে সেই মামলায় বিদ্যালয়ের পক্ষে রায় হয়েছে। ওয়াজ ব্লক নির্মাণের কাজ বন্ধের যে আদেশ দিয়েছেন তার পরবর্তী ধার্য্য তারিখ ০৭/১২/২৩। আমরা আশাবাদী এই তারিখের রায় দিয়েছেন আবারো বিদ্যালয়ের পক্ষে হবে।