আজ সকাল থেকে ভারতের বিভিন্ন যায়গায় বাবা জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন ও রথের চাকা টানতে উপচে পড়েছে ভীড়।
এদিন পুরীর ভগবান জগন্নাথ দেবের রথের চাকার দড়ি টেনে শুভ যাত্রা শুরু করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাট্রানায়ক। সাথে সাথে পুরীর ভগবান জগন্নাথ দেবের মন্দিরের প্রধান পুরোহিত ও দড়ির রাশিতে টান দিয়ে সকলেই রথের চাকা টানতে সুযোগ করে দেন। লক্ষ লক্ষ ভগবান জগন্নাথ দেবের ভক্তদের আগমনের ফলে পুরীর ভগবান দেবের মন্দির এলাকায় তিল ধরনের যায়গা নেই। এদিকে পশ্চিম বাংলার কলকাতার ইসকোন এর রথযাত্রা র শুভ সূচনা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পশ্চিম বাংলার নদীয়া জেলার নবদ্বীপের জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। এখানে ইসকোন এর রথের চাকা টানতে শুরু করে ভক্তরা। দেশ ও বিদেশ থেকে বহু ভক্তদের আগমনের কারণে ভীড় উপচে পড়েছে পুরীর ভগবান জগন্নাথ দেবের মন্দির চত্বরে এবং নদীয়ার নবদ্বীপে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুরের চৌধুরী বাবুদের শুভ রথযাত্রা দড়িতে টান দিয়ে রথযাত্রা সূচনা করেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী এবং বারুইপুর পূর্বে র বিধায়ক শ্রী বিভাস সরদার ও বারুইপুর পূর্বে র তৃনমূল দলের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী ওরফে কালু দা। এদিন বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ভীড় এড়াতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রীমতী পূস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব শ্রী ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর থানার আই সি।।