আজ ভারতের ১৫,তম, রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ওড়িশা র ময়ূরভঞ্জ জেলার আদিবাসী জনগোষ্ঠীর নেত্রী দ্রৌপদী মুম্মু। তাকে শপথ বাক্য পাঠ করান ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ থেকে কোন আদিবাসী জনগোষ্ঠীর নেত্রী দ্রৌপদী মুম্মু ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা ভবনের বাসিন্দা হতে চলেছে।
আজ যখন তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তখন তার পাশে উপস্তিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙ এবং ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সভার সদস্যরা। দ্রৌপদী মুম্মু ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবার পর তাঁকে অভিনন্দন জানান ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী ও ভারতের রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাগরে সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকসভার ও রাজ্যসভার সদস্যরা।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু কে অভিনন্দন জানান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এন সি পি নেতা শারদ পাওয়ার শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং দিল্লি র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।আগামী পাঁচ বছর জন্য ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন দ্রৌপদী মুম্মু। ভারতের রাষ্ট্রপতি কে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব। সহ পৃথিবীর বিভিন্ন রাস্ট্রের প্রধানরা।