সাতক্ষীরা তালার আরিফুল ইসলাম বাবলু পিতাঃকাদের মালী গ্রামঃ বারুইহাটি ভিসা জাল ও উচ্চ বেতনে চাকরি দেবার নামে প্রতারণা মামলার আসামী আরিফুল ইসলাম বাবলুর জামিন না মঞ্জুর করেছে জুডিঃম্যাজি সাতক্ষীরা।
আজ রবিবার সকালে সাতক্ষীরা জুডিঃম্যাজি সাতক্ষীরা বিচারক জুডিঃম্যাজি সালাউদ্দীন আসামী আরিফুল ইসলাম বাবলুর জামিন না মঞ্জুর করে।
আসামী আরিফুল ইসলাম বাবলু ভিসা জাল ও উচ্চ মানের বেতনের লোভ দেখিয়ে বিদেশ নিবার নামে সরল বিশ্বাস সৃষ্টি করে প্রতরনা করে লক্ষ লক্ষ টাকা অভিযোগ রয়েছে আরিফুল ইসলাম বাবলু বিরুদ্ধে।
এজাহার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ হাসনাত মনির বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা জানান ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আরিফুল ইসলাম বাবলুকে (২২)জুন বুধবার রাতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে তালা থানা পুলিশ। বৃহস্পতিবার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মামুন আসামীর জামীন চাইলে জুডিঃম্যাজি রাকিব ২৬/৬/২২ তারিখ শুনানির দিন ধার্য করে।
আজ রবিবার শুনানির দিন জুডিঃম্যাজি সালাউদ্দীন আসামী আরিফুল ইসলাম বাবলুর আসামীর জামিন না মঞ্জুর করে।