রবিবার ভোরে মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু সহ ৫ জনকে আটক করে ৫৮ বিজিবি।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বেন্নাবাড়ি গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার(৩৪),মানিক হালদারের মেয়ে মুক্তি গাইন(১৮),মৃত সুমন্ত বল্লবের মেয়ে মমতা বল্লব (৫০),মমতা বল্লবের ছেলে রকি বল্লব(১৬) এবং শপন সেনের মেয়ে চায়না সেন (২০)। বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।