খুলনা বটিয়াঘাটা ভান্ডারকোর্ট মাদক ছিনতাই চাদাবাজি সন্ত্রাসী চক্রের মূলহোতা একাধিক মামলায় বিচারাধীন বছরের প্রথম দিনেই এএসআই গোলাম রসুলের সফল অপারেশন।
খুলনা বটিয়াঘাটা ভান্ডারকোর্ট গ্রামের মোঃ সালাউদ্দিন সরদারের পুত্র ইনজাম সরদার @ ইনজাম ও মাদক ও নারী কেলেংকারী মামলাভূক্ত নোয়াইলতলা গ্রামের মোঃ ওসমান শেখের পুত্র বদরুল শেখকে বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করেন এএসআই গোলাম রসুল সংগীয় কং শরিফুল ইসলাম ও কং শাহ ইমাম।
ভান্ডারকোর্ট ক্যাম্প ইনচার্জ এসআই প্রভাষ চন্দ্র সাহা বলেন ভান্ডারকোর্ট বিট পুলিশিং এলাকায় ইনজাম একটি সংঘবদ্ধ চক্র তৈরি করে নানান অপরাধকর্ম করে আসতেছিল। জনসাধারণের জানমালের নিরাপত্তায় বছরের প্রথম দিন থেকে মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ছিনতাইরোধে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।