মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারের ঈদযাত্রা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন।
শুক্রবার (৬ মে) রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংকরোড সড়ক ছয় লেনে উন্নিতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন কাদের।
এসময় ঈদে বিগত যে কোন সময়ের তুলনায় সড়ক ভালো থাকায় মানুষের মুখে হাসি দেখতে পেয়ে ওবায়দুল কাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ যাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি।
শেখ হাসিনাকে সংকটে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ আখ্যায়িত করে কাদের বলেন, শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সকল সংকট মোকাবেলা করেন এবং করছেন।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশে ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। শ্রীলংকার মতো দেশে রিজার্ভ এখন মাত্র ৫০ মিলিয়ন যা কয়েক মাস আগে ছিলো ২ কোটি বিলিয়ন। আমাদের প্রধানমন্ত্রী করোনার সংকটের মতো সব সমস্যার সমাধান করবেন।