যশোর কোতোয়ালি থানার কিসমত রাজাপুর সাকিনে প্রবাসি মজনু খাঁ এর ছোট মেয়ে আমেনা (৯) আত্মহত্যা করেছে মর্মে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত দেখে ও শুনে লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মজনু খাঁ এর মা মজনু খাঁ এর স্ত্রী রোজিনা ও বাঘারপাড়া থানার ফলসি গ্রামের নুর জালাল বিশ্বাসের ছেলে গ্রাম্য ডাক্তার মজনু কে সন্দেহ করে এবং তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষনের অভিযোগ আনয়ন করে এজাহার দায়ের করলে কোতয়ালী থানার মামলা নাম্বার ১০৮(৭)২৩ রুজু হয়।
মামলার এজাহারে অভিযুক্ত ০২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মা রোজিনা বেগম ঘটনা ভিন্ন খাতে প্রবাহ করার জন্য বিভ্রান্ত মুলক তথ্য দেয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। বিজ্ঞ আদালতের আদেশে ০১ দিনের পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে ডিবি ও থানা পুলিশ যৌথ জিজ্ঞাসাবাদে আসামি রোজিনা বেগম নিজের দোষ স্বীকার করে জানায় মেয়ের উপর রেগে গিয়ে গাড়ে হাত দিয়ে ঘুরিয়ে দিলে মেয়ের গাড় মটকে মারা যায়। পরে মা রোজিনা মেয়ে হত্যার দায় থেকে বাঁচতে লাকড়ি রাখার ঘরে রশি টাঙ্গিয়ে মেয়েকে ফাঁস লটকায় এবং আত্মহত্যা বলে চিৎকার করতে থাকে। পরে মা রোজিনা বেগম কে নিয়ে এলাকায় গিয়ে তদন্তে সত্যতা পেয়ে রোজিনা বেগম কে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।