মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশী বিয়ার ও মদ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন’র সদস্যরা। আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ফেরীঘাট থানা সংলগ্ন এলাকা থেকে একটি বোটসহ পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে। দুপুরে সাংবাদিকদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কোস্টগার্ডের গোয়েন্দা শাখা।
বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদ পেয়ে আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় কোস্ট গার্ড একটি টহল দল থানা সংলগ্ন মোংলা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিদেশী মদগুলো ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে নদী সংলগ্ন স্থান চর থেকে একটি বোট ও এর কিনারায় ১২ ক্যান বিদেশী বিয়ার ও ৫০ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করে। কোস্টগার্ড’র অভিযানে চলাকালীন সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়া এর সাথে সংশ্লিষ্ট কাউকেই আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ারের ক্যান ও বিদেশী মদ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করতে তাদের অভিযান অব্যাহত আছে বলেও জানায় কোস্টগার্ড’র গোয়েন্দা কর্মকর্তা লে. মামুনুর রহমান।