লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের নিকট বলভদ্র নদীর তীরে এক অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ শুক্রবার ( ২৩ ডিসেম্বর) সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করেন।
জানা যায়,অজ্ঞাতনামা লাশটি একজন পুরুষের। বয়স অনুমান ২৮ থেকে ৩০ বছর হবে। লাশের গায়ে হলুদ- কালো গেঞ্জি, পরনে লাল প্যান্ট আছে। ওই ব্যক্তি আনুমানিক ৩ থেকে ৪ দিন পূর্বে মারা গিয়েছে বলে ধারণা করা হয়। লাশের গায়ে পচন ধরেছে।
গলার মাফলারের আথে পলিথিন দিয়ে বাঁধানো একটি ম্যাক্সিমাস বাটন মোবাইল ফোন, যার সিম নাম্বার ০১৭৭৬৯২৬০৮২ পাওয়া গিয়েছে। নাসিরনগর থানার আশপাশ এলাকার এবং লাখাই থানার মোরাকুড়ি ও আশপাশ এলাকার বহু লোকজন দেখে লাশটি সনাক্ত করতে পারেন নি।