যশোর জেলার চৌগাছা হতে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ মেহেদী হাসান (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সে ঝিনাইদহ জেলার মহেমপুর থানার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের সন্তান।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেন।
সূত্রমতে, যশোর জেলার চৌগাছা থানা এলাকায় কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি যশোর জেলার চৌগাছা থানার টেংগুরপুর গ্রামস্থ জনৈক মিন্টু খান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ হেফাজত হতে ১৬৭ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল,০২টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।