যশোরে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদের দায়ে জয়দেব মন্ডল নামে সাতক্ষীরার চুকনগরের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ ব্যারেলে ১২ হাজার লিটার সয়াবিল তেল মজুদ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান সাতক্ষীরার চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে সয়াবিন তেল কিনে এনে এখানে মজুদ করেছেন। এরপর জয়দেবকে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা সয়াবিন তেল যশোরের মজুদের কথা স্বীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এসময় দণ্ডিত জয়দেব মন্ডল এক লাখ টাকা জরিমানা প্রদান করে জেলের সাজা থেকে রক্ষা পান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরো জানান, জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
লোভে পাপ, পাপে জরিমানা