০৩/০৪/২০২২ খ্রি. রাত্র ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ছালেহ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানাধীন ইন্দিরা মোড় জনৈক ধাপসের মোটর গ্যারেজে পার্কিং অবস্থায় একটি (ঊংঃধঃব) টয়োটা ঈঙজঙখখঅ উঢ ১০০ [যার রেজিঃ নং- ঢাকা মেট্রোঃ-খ- ১১-৭৭৬২, চেচিস নং- ঊঊ১০৬-০০০৩০৯৫, মূল্য অনুঃ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা] গাড়ি তল্লাশী করে নেশা জাতীয় মাদক দ্রব্য ০৭ (সাত) কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য উদ্ধারসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Next time I read a blog, Hopefully it wont fail me as much as this one. After all, I know it was my choice to read through, but I genuinely thought you would have something useful to say. All I hear is a bunch of moaning about something that you can fix if you were not too busy seeking attention.