খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড অধিনস্থ সমপ্রু পাড়া নামক স্থানে ২৫ ফেব্রুয়ারি শনিবার রাত ১টার সময় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যার ঘটনা ঘটেছে, আত্মহত্যা কারী ঐ ব্যক্তির নাম আব্দুল হক (৫০) সমপ্রু পাড়া এলাকার মৃত নুর আহমেদ ও মাতা মৃত শরিফা খাতুনের ছেলে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
রামগড় থানার এসআই মোঃজিহাদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার পরিবার থেকে জানানো হয় যে মৃত্যুর আগ পযর্ন্ত মানসিক ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন, মানসিক সমস্যার কারণে এই আত্মহত্যা হতে পারে, এলাকার বর্তমান কাউন্সিলর থানায় ফোন দিয়ে আত্মহত্যার বিষয়টি জানালে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু প্রক্রিয়াধীন।