খাগড়াছড়ির রামগড় ২নং পাতাছড়া ইউনিয়নে গাঁজা ও ইয়াব সহ মোঃ আলাউদ্দিন(৪২) নামে এক ব্যক্তিকে আটক করে রামগড় থানা পুলিশ।
৫ই মে শুক্রবার গভীর রাত ০১.০০ ঘটিকায় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন (পিপিএম) এর প্রত্যক্ষ নির্দেশনা ও রামগড় থানার ওসি মিজানুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফরহাদুল হক ও সংগীয় ফোর্সের সহযোগীতায় রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ০২নং পাতাছড়া ইউপির মোঃ আলাউদ্দিন(৪২),পিতা-আবুল বশর,সাং-পাগলাপাড়া,০৫ নং ওয়ার্ড হতে ১কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
রামগড় থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্বে রামগড় থানার মামলা মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া উক্ত আসামীকে আদালতে সোপর্দ করা হইয়াছে।এছাড়াও তিনি জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।