স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দূর্যোগ প্রস্তুতি সবমসময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মাধ্যমে জাতিয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়।
১০ই মার্চ শুক্রবার রামগড় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় একটি র্যালী বের করা হয়, র্যালী শেষে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃইফতেখার উদ্দীনের নেতৃত্বে অগ্নি নির্বাপন মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় থানার ওসি মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দীন,তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও রামগড় উপজেলার সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, ফায়ারসার্ভিস ফোর্স, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।