প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে ১২ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয়ে পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরহয়ে মুল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দীন,১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার, রামগড় থানার ওসি(তদন্ত)রাজিব কর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ডিজিটালাইজেশনের ফলে জনসাধারণ এখন কোন রকম দুর্ভোগ ও হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন। এতে করে দাপ্তরিক কার্যক্রমে যেমন গতিশীলতা এসেছে তেমনি কাজের জবাবদিহিতাও বেড়েছে।
প্রধানমন্ত্রী দেশের জনগণের দুর্ভোগ লাঘবের চিন্তা করে এ উদ্যোগ গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।