খাগড়াছড়ি জেলার রামগড়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক মতবিনিময় সভা করেন।
১৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ঘটিকায় রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজন ও ইউএনও খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময়ে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃসহিদুজ্জামান। এতে আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় পৌরসভার মেয়র মোঃরফিকুল আলম কামাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোস্তফা হোসেন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মফিজুর রহমান,সাবেক জেলা পরিষদ এর সদস্য বাবু মংপ্রু চৌধুরী,রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন সহ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা.শিক্ষক,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, পৌর কাউন্সিলরগণ,ইউপি সদস্যগণ, সুশীল সমাজ ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ।